আমুদরিয়া নিউজ : বড়দিনে কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৪০ জনের। জখম হয়েছেন ২৫ জন। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার সকালে কাজাখস্তানের আকতাউ শহরের কাছে বিমানটি জরুরি অবতরণের সময়ে ভেঙে আগুন ধরে যায়। ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন বিমানে। বিমানটি আজারবাইজান থেকে রাশিয়ার দিকে যাচ্ছিল। কাজাখস্তান কর্তৃপক্ষ দাবি করেছে, ২৫ জনকে জীবিত উদ্ধার হয়েছে।
আজারবাইজান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ায় গ্রোজনি শহরের উদ্দেশে যাচ্ছিল। এটি কাজাখস্তানের আকতাউ শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরের একটি জায়গায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। গ্রোজনিতে কুয়াশার কারণে উড়োজাহাজটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।