আমুদরিয়া নিউজ : ১৬ ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস হিসেবে পালিত হয়ে থাকে। এই দিনেই ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাক বাহিনী। সেই বিজয় দিবসের ৫৩ বছর পূর্তির প্রাক্কালে রবিবার শেখ হাসিনা সোশাল মিডিয়া পোস্টে তাঁর দেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে ফ্যাসিস্ট বলে তোপ দেগেছেন। পাল্টা অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসও স্বৈরাচারী বলে শেখ হাসিনাকে আক্রমণ করেছেন।
দেশে পালাবদলের পরে বর্তমানে শেখ হাসিনা ভারতে রয়েছেন। তিনি রবিবার তাঁর পোস্টে লিখেছেন, মুক্তিযুদ্ধের আদর্শের বিরোধিতা করে চলেছে মহম্মদ ইউনুস পরিচলিত বাংলাদেশ সরকার। তাঁর অভিযোগ, তাঁরা মদত দিচ্ছেন উগ্র সাম্প্রদায়িক শক্তিকে।
সোমবার বিজয় দিবসের ৫৩ বছর পূর্ণ হল। এই দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস জাতির উদ্দেশে ভাষণে ভারতের নাম উল্লেখ পর্যন্ত করেননি। তিনি তাঁর ভাষণে শেখ হাসিনাকে স্বৈরাচারী ও ঘৃণ্যতম বলে আক্রমণ করেন। সেই সঙ্গে বাংলাদেশে ২০২৫ সালের শেষের দিকে ভোট হতে পারে বলে আভাস দিয়েছেন। তা না হলে ২০২৬ সালে হবে বলে জানিয়েছেন তিনি।