আমুদরিয়া নিউজ : পারথ টেস্টে শুরুতেই ধরাশায়ী ভারতীয় ক্রিকেট টিম। প্রথম ইনিংসে মেরে কেটে তুলল ১৫০ রান। ৫০ ওভারের আগেই গুটিয়ে গেল ভারত। ফের ব্যর্থ বিরাট কোহলি। ব্যাটিং টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ। মান রক্ষা করল পন্থ- রেড্ডি জুটি। সর্বাধিক ৪১ রান করেছেন নীতিশ রেড্ডি । রিষভ পন্থ ৩৭ এবং কে এল রাহুল ২৬ রান করেছেন। বাকিরা দুই সংখ্যায় পৌঁছতে পারেনি।
অস্ট্রেলিয়া দলের জশ হ্যাজেলউড ২৯ রান খরচ করে ৪ টি উইকেট তুলে নিয়েছেন। বিপক্ষের বোলারদের সামনের সেভাবে দাঁত ফোটাতে পারল না ভারতীয় ব্যাটাররা।