আমুদরিয়া নিউজঃ শুক্রবার রাতে রাস উৎসবের উদ্বোধন হল কোচবিহারে। জেলা শাসক তথা দেবত্র ট্রাস্টের সভাপতি অরবিন্দ কুমার মিনা রাস ঘুরিয়ে এই উৎসবের উদ্বোধন করেন। রাত ৮ টার পর থেকে পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য মন্দিরের গেট খুলে দেওয়া হয়। রাস ঘোরাতে এদিন সন্ধ্যা থেকেই মদনমোহন মন্দিরের বাইরে পুণ্যার্থীদের ভিড় জমতে থাকে। এরপর রাস ঘোরানো শুরু হলে মদনমোহন মন্দিরে ভক্তদের ঢল ক্রমশ বাড়তে থাকে। প্রায় মাঝ রাত পর্যন্ত পুণ্যার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়। মদনমোহন মন্দির ছাড়িয়ে সুনীতি রোড সংলগ্ন সৎকার সমিতি পর্যন্ত লাইন গড়িয়ে যায়।
এদিন অনেক রাত পর্যন্ত রাস ঘোরান পুণ্যার্থীরা। কোচবিহার শহর ও শহরতলি থেকে বহু মানুষ রাস ঘোরাতে আসেন। আজ থেকে শুরু হচ্ছে মেলা। আজ সন্ধ্যায় কোচবিহার এমজেএন স্টেডিয়ামে রাসমেলার উদ্বোধন হবে। সব মিলিয়ে ফের উৎসবের আনন্দে মেতে উঠবেন কোচবিহারবাসী।