আমুদরিয়া নিউজ: অবসর গ্রহণের সময় অনেকেই এককালীন টাকা পান। সেই টাকার কিছুটা ডাকঘর মাসিক আয় প্রকল্পে রাখলে মাসে নিয়মিত আয় হতে পারে। কারণ, ডাকঘর নির্দিষ্ট হারে প্রতি মাসে সুদের টাকা দেয়। সিনিয়র সিটিজেন হলে সেই সুদের হার অনেকটাই বেশি। সে দিক থেকে এই প্রকল্প অবসরের পরে লাভজনক।
