আমুদরিয়া নিউজ : তৃতীয় সপ্তাহেও হাউসফুল প্রেক্ষাগৃহ। সাধারণ মানুষের জীবনের গল্পও যে থ্রিলার হয়ে উঠতে পারে, তাই যেন বহুরূপী ছবির মাধ্যমে দেখালেন পরিচালক নন্দিতা রায়। দর্শকদের ভালোবাসায় বহুরূপীর সাফল্যে আনন্দিত হয়েই জানালেন ভালো গল্প খুঁজে নিতে সবসময়ই সচেতন থাকেন।