আমুদরিয়া নিউজ: আর জি করের ৪৭ জন ডাক্তার ও ডাক্তারি পড়ুয়ার বহিষ্কার আপতত স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে মামলাটি আদালতে ওঠে। আর জি করে থ্রেট কালচার-এর অভিযোগ তুলে শুরু হয় আন্দোলন। এরপরই এই অভিযোগের তদন্ত করে ৪৭ জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় স্পেশাল কলেজ কাউন্সিল। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই ৪৭ জন। কোন কোন কারণে এই ৪৭ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আগামী শুনানিতে জানানোর নির্দেশ আদালতের।