আমুদরিয়া নিউজ : কয়েকজন নাবালিকাকে দিয়ে অশ্লীল দৃশ্যে অভিনয় করানোর অভিযোগ উঠেছে প্রযোজক একতা কাপুরের বিরুদ্ধে। তা নিয়ে মামলা করেছেন একজন যোগগুরু, যোগ শিক্ষক স্বপ্নিল রেওয়াজ। ওই মামলায় অভিযুক্ত একতার মা তথা জিতেন্দ্র পত্নী শোভা কাপুরও।
গত ১৮ অক্টোবর মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। ওটিটি প্ল্যাটফর্ম ওয়েব সিরিজ গন্ধি বাতের সিজন ছয়ে নাবালিকাদের যৌনকর্মে ও মাদক সেবনে লিপ্ত অবস্থায় দেখানোর অভিযোগ উঠেছে। অভিনেতা-অভিনেত্রীরা কেউ প্রাপ্তবয়স্ক নন বলে দাবি মামলাকারীর।