নিম্নচাপের জেরে বদলাতে পারে আবহাওয়া, আভাস
আমুদরিয়া নিউজ : ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। তাই আগামী বুধবার থেকে আবহাওয়া বদলে যেতে পারে বলে আভাস দিচ্ছে আবহাওয়া দফতর। আগামীকাল, শনিবার থেকে সাধারণত শুকনো আবহাওয়া থাকার কথা। বাতাসে জলীয় বাষ্প এবং বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলবে। হালকা বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও। নিম্নচাপের প্রভাব বেশি পড়বে পশ্চিমবঙ্গের উপকূল ও ওড়িশার জেলাগুলিতে।