কে কাকে বিয়ে করবেন, সেই অধিকার কাড়া যাবে না
আমুদরিয়া নিউজ : বাল্য বিবাহ মানেই নাবালক অথবা নাবালিকার জীবনসঙ্গী, সঙ্গিনী বাছার অধিকার কেড়ে নেওয়ার সমান।
এটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, কোনও পার্সোনাল ল কোনও গোষ্ঠীর মধ্যে প্রচলিত থাকলেও বাল্যবিবাহের ক্ষেত্রে দেশের আইন, চাইল্ড ম্যারেজ প্রিভেনশন অ্যাক্ট মানতে সব নাগরিকরা বাধ্য।
এর অবমাননা করলেই কড়া ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে। সুপ্রিম কোর্ট বলেছে, বাল্য বিবাহ রোধের আইন মানা না হলে উপযুক্ত শাস্তি দিতে হবে।
প্রয়োজনে মোটা অঙ্কের জরিমানাও ধার্য করা যেতে পারে।