আমুদরিয়া নিউজ : মহানবমীর সন্ধ্যায় ফের গণ সমাবেশের ডাক দিলেন কলকাতায় অনশনরত জুনিয়র চিকিৎসকেরা। তাঁদের অভিযোগ, ১০ দফা দাবিতে অনশন করতে গিয়ে একজন চিকিৎসক অনিকেত মাহাতো গুরুতর অসুস্থ হলেও রাজ্য সরকার উদাসীন। তাই তাঁরা ফের গণ সমাবেশের ডাক দিয়েছেন। শুক্রবার বিকেলে কলকাতার ধর্মতলায় সমাবেশ হবে। সেখানে সব স্তরের মানুষকে আহ্বান করা হয়েছে।
পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতা দেবাশিস হালদার জানিয়ে দেন, অনশনের জেরে অসুস্থ হয়ে পড়ায় ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে চিকিৎসক অনিকেত মাহাতোকে। তা ছাড়া জুনিয়র ডাক্তারদের দাবিদাওয়ার সঙ্গে সাধারণ মানুষের কোনও যোগ নেই বলে যে প্রচার করা হচ্ছে তা ঠিক নয সেটা গণ সমাবেশেই প্রমাণ হবে।
 
					 
			 
		 
		 
		 
		