আমুদরিয়া নিউজ : স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে জখম করার দায়ে যাবজ্জীবন জেল হল স্বামীর। শনিবার চূঁচুড়ার জেলা আদালতে ওই রায় হয়েছে। সাজাপ্রাপ্তের নাম প্রদীপ মেটে।
তিনি তাঁর স্ত্রীকে ২০২২ সালের জুন মাসে কুপিয়েছিলেন। স্ত্রীর অঙ্গ বিকৃতি হয়। মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে স্ত্রী কিছুটা আস্বস্ত।