আমুদরিয়া নিউজ : অফিসের কাজের চাপ! প্রতিযোগিতায় হাঁফিয়ে যাচ্ছেন! কী করবেন! এটা মাথায় রেখে দক্ষিণ কোরিয়া, চিনে একাদিক সংস্থা প্রস্তুত করেছে আই ভি ড্রিপ। যে ড্রিপ শিরায় নিলে ক্লান্তি দূর হয়ে যায়। কাজে বাড়তি উৎসাহ মেলে বলে দাবি সংস্থাটির।
দক্ষিণ কোরিয়ার এশিয়ান ডেইলি সমীক্ষা করে দেখেছে, তরুণ, তরুণীরা কাজের চাপের কারণে মানসিক ও শারীরিকভাবে বেশি ক্লান্ত বোধ করে। তাই ক্লান্তি মোকাবিলা করতে এবং শক্তি উদ্ধারের জন্য শিরায় আই ভি ড্রিপের দিকে ঝুঁকছেন। ইন্ট্রাভেনাস নিউট্রিয়েন্ট থেরাপি (আইভিএনটি) নামে পরিচিত এই অভ্যাসটিতে সরাসরি শরীরে তরল ভিটামিন এবং স্যালাইনের মিশ্রণ জড়িত।
তবে অনেক পুষ্টিবিদ সতর্ক করেছেন, শিরায় পুষ্টি উপাদানগুলি শরীরের ফিল্টার সিস্টেমকে বাইপাস করে ফ্লেবিটিসের মতো গুরুতর প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়ায় সেটা মাথায় রাখতে হবে। বরং, পুষ্টিকর সুষম খাদ্য খাবার পরামর্শ দেন।