আমুদরিয়া নিউজ : মুম্বইয়ে এক বেডরুমের ফ্ল্যাটের ভাড়া ৪৫ হাজার টাকা! সম্প্রতি বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছে। মুম্বইয়ের মাটুঙ্গায় অবস্থিত একরুমের কমপ্যাক্ট ফ্ল্যাটের একটি ছোট বসার ঘর, একটি বেডরুম এবং একটি রান্নাঘর রয়েছে। এ ছাড়াও একটি ছোট সিঁড়ি রয়েছে যার নিচে কিছুটা স্টোরেজের জায়গা আছে। ভাড়া মাসে ৪৫,০০০ টাকা। কি বলবেন!