আমুদরিয়া নিউজ : প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা জারি হল ১১টি রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর পূর্ব ভারতের অসম ও অরুণাচল প্রদেশ সীমান্তের কাছে একটি প্রবল ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তাই এখনও বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টি হচ্ছে। হরিয়ানা, হিমাচল প্রদেশ ও দিল্লিতেও বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে অন্তত ৪ দিন টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তামিলনাড়ু, কর্ণাটক, তেলঙ্গানা ও কেরলেও দিন চারেক বৃষ্টি হতে পারে। ওই চার রাজ্যে হলুদ সতর্কতা জারি হয়েছে। বিহার এবং উত্তরপ্রদেশেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গেও মহালয়ার ভোরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আভাস রয়েছে।