আমুদরিয়া নিউজ : তীব্র গতিতে গাড়ি ছুটছিল। চালককে গতি একটু কমাতে বলায় দিল্লির পুলিশের এক কনস্টেবলকে টেনেহিঁচড়ে খুন করার অভিযোগ উঠেছে। শুক্রবার মাঝ রাতে দিল্লির নাঙ্গলোই এলাকার সে সময়ে সাদা পোষাকে টহলদারি করছিলেন সন্দীপ নামের কনস্টেবল। তিনি বাইকে ছিলেন। সেই সময়ে একটি ওয়াগনার তাঁকে ওভারটেক করার চেষ্টা করে। সন্দীপ হাত দেখিয়ে গতি কমাতে বলার পরে বলেন।
এর পরই গাড়িটা গতি বাড়িয়ে সন্দীপের বাইকে পিছন থেকে ধাক্কা মারে। ছিটকে পড়া বাইক এবং সন্দীপকে কিছুটা টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরে গাড়িটি রাস্তায় ফেলে রেখেই পালায় অভিযুক্তরা। পুলিশ অভিযুক্তদের ধরতে তল্লাশি চালাচ্ছে।