আমুদরিয়া নিউজ : রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে নাটকীয় ঘটনা ঘটিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার সেই অধিবেশনে বক্তিতার সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী আচমকা দু হাতে দুটি প্ল্যাকার্ড তুলে ধরেন। একটিতে লেখা আশীর্বাদ, আরেকটিতে অভিশাপ। আশীর্বাদ যেটিতে লেখা সেটি ভারতের ভূখণ্ড থেকে দীর্ঘ একটা এলাকা চিহ্নিত করছে। যে আরব দেশগুলি ইসরায়েলের পক্ষে রয়েছে সেগুলিও সেখানে অবস্থিত।
অন্যদিকে ইরানকে অভিশাপ বলে দাবি করে যে এলাকা দেখানো হয়েছে, সেখানে পাকিস্তান সহ কয়েকটি দেশ রয়েছে। নেতানিয়াহু দাবি করেন, ইরান যেভাবে গোপনে পারমাণবিক অস্ত্র বানাতে মরিয়া হয়েছে তাতে গোটা বিশ্বের উচিত সে দেশের বিরুদ্ধে পদক্ষেপ করা। তিনি ইরানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করার দাবি বরাবরই করছেন, এদিনও করেছেন।