আমুদরিয়া নিউজ : দিল্লি ওয়াটার বোর্ডের এক কর্মচারীকে আম আদমি পার্টির বিধায়ক অখিলেশ ত্রিপাঠী মারধর করেছেন বলে অভিযোগ। তিনি অভিযোগে জানান, ত্রিপাঠী তাঁকে চড় মেরে জুতো দিয়ে আঘাত করেন। তিনি দাবি করেন, পাম্পিং স্টেশনে পরিদর্শনে গেলে ত্রিপাঠী প্রশ্ন করেন, আবর্জনা সাফাই হয়েছে কি না।
কর্মীটির দাবি, তিনি উত্তরে জানান, পাম্প চালানো তাঁর দায়িত্ব, আবর্জনা সরানো তাঁর কাজ নয়। আপ বিধায়ক অভিযোগ অস্বীকার করেছেন।