আমুদরিয়া নিউজ ডেস্ক : আই ফোন ১৬ লঞ্চের পরে iOS, iPadOS এবং macOS ব্যবহারকারীদের জন্য সরকার সতর্কতা জারি করেছে।
কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In), ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা আই ফোন ১৬ লঞ্চের পরপরই ব্যবহারকারীদের সতর্ক করে বলেছে, যে অ্যাপলের ওই পণ্যে একাধিক দুর্বলতা ধরা পড়েছে, যা হ্যাকারদের সংবেদনশীল তথ্য অ্যাক্সেস করার অনুমতি দিতে পারে।