আমুদরিয়া নিউজ : নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্সের চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলছে বলে জানাল স্বাস্থ্য দফতর। বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই দু’জনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের মতে, একজনের ট্র্যাকিওস্টমি করা হলেও তিনি আগের তুলনায় ভালো আছেন। অন্য নার্সের জ্ঞান ফিরেছে এবং তাঁকে ভেন্টিলেশন থেকেও সরানো সম্ভব হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, এই মুহূর্তে নতুন করে কারও অবস্থার অবনতি হয়নি। রাজ্যে এখনও নতুন নিপা আক্রান্তের খোঁজ মেলেনি, যা স্বস্তির। আক্রান্তদের চিকিৎসার জন্য বিশেষ অ্যান্টিভাইরাল ওষুধও আনা হয়েছে। চিকিৎসকরা আশাবাদী, নিয়মিত পর্যবেক্ষণে থাকলে আরও উন্নতি সম্ভব।
নিপা ভাইরাসে আক্রান্ত নার্সরা চিকিৎসায় সাড়া দিচ্ছেন, জানালেন চিকিৎসকেরা
Leave a Comment