আমুদরিয়া নিউজ : ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার প্যারিসে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের অভিপ্রায় এবং ইরানে দেশজুড়ে চলমান বিক্ষোভে কঠোর দমননীতি নিয়ে আলোচনার জন্য একটি জরুরি প্রতিরক্ষা বৈঠক আহ্বান করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ম্যাক্রোঁ জানান, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের আয়োজিত একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে ফরাসি সেনাদের প্রথম দল গ্রিনল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে। ডেনমার্কের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। জার্মানি, নরওয়ে ও সুইডেনসহ কয়েকটি মিত্র দেশও কোপেনহেগেন ও নুকের প্রতি সমর্থন জানিয়ে সেখানে সেনা মোতায়েন শুরু করেছে। অভিযানের নাম দেওয়া হয়েছে “অপারেশন আর্কটিক এন্ডিউরেন্স”।