আমুদরিয়া নিউজ : তাইওয়ান বৃহস্পতিবার জানিয়েছে, আমেরিকার সঙ্গে শুল্ক চুক্তি শীঘ্রই চূড়ান্ত হতে পারে। সর্বশেষ দফার আলোচনায় অংশ নিতে তাইওয়ানের আলোচকরা ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন। সেমিকন্ডাক্টর শক্তিধর তাইওয়ান তার রপ্তানির ওপর আমেরিকার শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামানোর চেষ্টা করছে। সরকারের এক বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষই আলোচনায় সম্মতির বিষয়গুলো প্রকাশ্যে ঘোষণা করতে পারে। আলোচনার লক্ষ্য পারস্পরিক শুল্ক কমানো, চিপ ও অন্যান্য পণ্যে অগ্রাধিকারমূলক সুবিধা নিশ্চিত করা এবং বৈশ্বিক এআই সরবরাহ শৃঙ্খলে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলা। মাসের শেষ নাগাদ চুক্তির ঘোষণা আসতে পারে।