আমুদরিয়া নিউজ : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৭৫টি তথাকথিত “উচ্চ ঝুঁকিপূর্ণ” দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করেছে। এই তালিকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ আফগানিস্তান, ইরান, সোমালিয়া, রাশিয়া, মিশর, নেপাল ও ইয়েমেনের মতো দেশ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্ত কেবল স্থায়ীভাবে আমেরিকায় বসবাসের জন্য আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে; পর্যটক, শিক্ষার্থী বা অস্থায়ী কাজের ভিসার ওপর এর কোনো প্রভাব পড়বে না। প্রশাসনের দাবি, এসব দেশের অনেক অভিবাসী আমেরিকায় এসে সরকারি সুযোগ সুবিধার ওপর নির্ভর করেন, যা অনেক বেড়েছে। অভিবাসীদের আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে এবং মার্কিন করদাতাদের ওপর বোঝা হওয়া যাবে না। ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে। দ্বৈত নাগরিকত্বধারীরা, যাদের অন্য দেশের পাসপোর্ট রয়েছে, তারা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।