আমুদরিয়া নিউজ : মকর সংক্রান্তি উপলক্ষে বুধবার সকালে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে গঙ্গাসাগরের পুণ্যস্নানে লক্ষ লক্ষ ভক্ত সমবেত হন। প্রবল শীত উপেক্ষা করে সূর্যোদয়ের সময় তীর্থযাত্রীরা গঙ্গা ও বঙ্গোপসাগরের সঙ্গমে স্নান করেন। পুণ্যস্নানের পর ভক্তরা কপিল মুনি আশ্রমে পুজো ও প্রার্থনায় অংশ নেন। দক্ষিণ ২৪ পরগনা জেলায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রশাসন জানিয়েছে, ‘শাহী স্নান’-এর শুভ মুহূর্ত দুপুর ১টা ১৯ মিনিট থেকে শুরু হয়ে পরবর্তী ২৪ ঘণ্টা চলবে। বিপুল জনসমাগম সামাল দিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য উপকূলে নজরদারি, স্বাস্থ্য পরিষেবা ও উদ্ধার ব্যবস্থাও জোরদার করা হয়েছে।