আমুদরিয়া নিউজ : ব্রিকস ২০২৬-এ ভারতের সভাপতিত্বে স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও দীর্ঘস্থায়ী পরিবেশবান্ধব উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ব্রিকস শীর্ষ সম্মেলনের লোগো, থিম ও ওয়েবসাইট উদ্বোধনের অনুষ্ঠানে তিনি জানান, বিশ্বকল্যাণে ব্রিকস দেশগুলির সম্ভাবনাকে একত্রিত করাই ভারতের লক্ষ্য। এ বছর ব্রিকসের ২০ বছর পূর্ণ হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতিগুলির মধ্যে সহযোগিতার গুরুত্বপূর্ণ মঞ্চে পরিণত হয়েছে এই জোট। নতুন উদ্ভাবন বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি বলেও মন্তব্য করেন তিনি।