আমুদরিয়া নিউজ : এবার বারাসতে নিপা ভাইরাসে সংক্রমণের ঘটনায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরে তৎপরতা বেড়েছে। যশোর রোড সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দুই তরুণী নার্সের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে জানা গিয়েছে। কল্যাণীর এইমস থেকে তাঁদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে দু’জনকেই আইসোলেশনে রেখে ভেন্টিলেশনে চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্তদের বয়স আনুমানিক ২৫ বছর। একজন বর্ধমান ও অন্যজন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। জ্বর ও স্নায়বিক সমস্যার উপসর্গ দেখা দেওয়ার পর প্রথমে অন্য হাসপাতালে চিকিৎসা চললেও অবস্থার অবনতি হওয়ায় বারাসতে স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করতে নমুনা দিল্লির ল্যাবেও পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ শুরু করেছে প্রশাসন।