আমুদরিয়া নিউজ : ইকুয়েডরের একটি সমুদ্র সৈকত থেকে ৫টি কাটা মাথা উদ্ধার হয়েছে। রবিবার পুয়ের্তো লোপেজের সমুদ্র সৈকতে বালির নিচে মাথাগুলো ছিল। তার পাশে একটি সাইনবোর্ড খুঁজে পাওয়া গিয়েছে। তাতে লেখা রয়েছে জেলেদের কাছ থেকে চুরি এবং জুলুম করে টাকা নেওয়ার চেষ্টা যারা করবে তাদের একই পরিণতি হবে। ইকুয়েডর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে কোকেন পাচার করে অনেক গ্যাং। সেই গ্যাংগুলি জেলেদের বিরক্ত করে থাকেএমনই একটি গ্যাংয়ের ৫ সদস্যকে খুন করা হয়েছে। তবে দেহের অন্য অংশ মেলেনি। বিশ্বের দুটি বৃহত্তম কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়া এবং পেরুর মধ্যে অবস্থিত ইকুয়েডর। এই দেশ অবৈধ মাদকের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাবে পরিণত হয়েছে।