আমুদরিয়া নিউজ : ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো সম্প্রতি দাবি করেন, ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোর পতনে ট্রাম্পের ভূমিকার স্বীকৃতি হিসেবে নিজের নোবেল শান্তি পুরস্কার তাঁর হাতে তুলে দিতে চান। মাচাদোর এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানায় নরওয়ের নোবেল কমিটি। এক বিবৃতিতে তারা স্পষ্ট করে জানায়, একবার নোবেল পুরস্কার ঘোষণা হলে তা কখনোই হস্তান্তর, ভাগ বা প্রত্যাহার করা যায় না। এই সিদ্ধান্ত চূড়ান্ত এবং স্থায়ী। ট্রাম্প জানান, আগামী সপ্তাহে মাচাদো ওয়াশিংটন সফরে এলে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। তিনি এটিকে আমেরিকা ও তাঁর প্রতি কৃতজ্ঞতার প্রকাশ বলে উল্লেখ করেন।