আমুদরিয়া নিউজ : নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জেলবন্দি সমাজকর্মী উমর খালিদকে লেখা চিঠি ঘিরে বিদেশি জনপ্রতিনিধিদের মন্তব্যে কড়া আপত্তি জানাল ভারত। বিদেশমন্ত্রক স্পষ্ট জানায়, এক দেশের জনপ্রতিনিধিদের অন্য দেশের বিচারব্যবস্থার স্বাধীনতাকে সম্মান করা উচিত।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ব্যক্তিগত মতামত বা পক্ষপাত প্রকাশ জনপ্রতিনিধিদের শোভা পায় না। এই মন্তব্য আসে এমন সময়ে, যখন সুপ্রিম কোর্ট ইউএপিএ মামলায় উমর খালিদ ও শরজিল ইমামকে জামিন দিতে অস্বীকার করেছে। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক স্তরে ভারতের কূটনৈতিক অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে।