আমুদরিয়া নিউজ : শুক্রবার হাজরা মোড়ে এক সভায় তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, বৃহস্পতিবার তিনি যা করেছেন তা তা তৃণমূলের চেয়ারপার্সন হিসেবে। তিনি কোনও অন্যায় করেননি বলে দাবি করেছেন। সেই সহ্গে বিজেপির একাধিক নেতার নাম করে তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে তোলা আদায় করে টাকা পাঠান বলে অভিযোগ করেছেন। দিল্লিতে বিজেপি নেতা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, কয়লা পাচার মামলার তদন্তে মুখ্যমন্ত্রী কেন বাধা দিচ্ছেন সেটাই তো বোঝা যাচ্ছে না।