আমুদরিয়া নিউজ : ভেনেজুয়েলায় ঢুকে সে দেশের রাষ্ট্রপ্রধানকে মাদক মামলায় গ্রেফতার করে নেওয়ার ঘটনায় বিশ্বের নানা মহলে সমালোচনার মুখে পড়েছেন আমেরিকা। তাতেও যেন ভ্রুক্ষেপ নেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি সে দেশের সংবাদ পত্র নিউইয়র্ক টাইমসে এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর আন্তর্জাতিক আইনের দরকার নেই।
রাষ্ট্রসঙ্ঘের সনদ অনুযায়ী, আন্তর্জাতিক আইন হল, কোনও দেশের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ কিংবা বলপ্রয়োগ করা যাবে না। সেই প্রশ্ন ওঠায় ট্রাম্পের বক্তব্য, আমার আন্তর্জাতিক আইনের দরকার নেই। ইতিমধ্যেই একাধিক বৈশ্বিক সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে আমেরিকা।
ডোনাল্ড ট্রাম্প বললেন, আমার আন্তর্জাতিক আইনের দরকার নেই
Leave a Comment