আমুদরিয়া নিউজ : লাদাখে স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। পূর্ব লাদাখের প্যাংগং হ্রদের কাছে নতুন করে একাধিক স্থায়ী পরিকাঠামো গড়ে তুলছে চিন। এই এলাকা ভারত-চিন সীমান্তের অত্যন্ত সংবেদনশীল অঞ্চল হিসেবে পরিচিত। ২০২০ সালের সংঘর্ষের পর দুই দেশের মধ্যে সেনা প্রত্যাহারের কথা হলেও, সাম্প্রতিক ছবিতে দেখা যাচ্ছে চিনা সেনা নিয়ন্ত্রিত এলাকায় বড় আকারের ভবন, ছাউনি নির্মাণ করছে। বিশেষজ্ঞদের মতে, এই নির্মাণের ফলে ওই অঞ্চলে সেনা মোতায়েন ও অস্ত্রশস্ত্র রাখার সুবিধা পাবে চিন। ফলে সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারত এই নির্মাণ নিয়ে কূটনৈতিক স্তরে নজর রাখছে এবং পরিস্থিতির উপর কড়া পর্যবেক্ষণ চলছে। প্যাংগং হ্রদ ঘিরে নতুন এই তৎপরতা ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।