আমুদরিয়া নিউজ : সুপ্রিম কোর্টে বারবার ধাক্কা খেলেও রাজ্যের ১৭ টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগের ব্যাপারে নিজের সিদ্ধান্তে অনড় রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। রাজ্যের ৩৬ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের মামলা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে গেলে, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে এক সিলেকশন কমিটি করে উপাচার্যের নামের তালিকা দেওয়া হয়। এর মধ্যে ১৯ টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিগে ছাড়পত্র দিলেও ১৭ টি বিশ্ববিদ্যালয় নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। রাজ্যপালের অভিযোগ এই বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য হিসেবে যাদের নাম প্রস্তাব করা হয়েছে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অবিযোগ আছে। এই বিষয়ে রাজ্যপাল তাঁর হলফনামা আদালতে জমা দিয়েছেন, আজ যার শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে হওয়ার কথা।