আমুদরিয়া নিউজ : আইআরসিটিসি দুর্নীতি মামলায় আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে চলমান বিচার আপাতত বন্ধ করার আবেদন গ্রহণ করল না দিল্লি হাই কোর্ট। বিচারপতি স্বরণ কান্ত শর্মা স্পষ্ট করেন, সিবিআই-এর জবাব না পাওয়া পর্যন্ত বিচার স্থগিত করার প্রশ্নই ওঠে না। আদালত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে লালু যাদবের আবেদনের প্রেক্ষিতে দ্রুত লিখিত উত্তর জমা দিতে নির্দেশ দিয়েছে। সিবিআই-এর জবাব পাওয়ার পর মামলাটি বিস্তারিতভাবে শুনানি হবে। এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত রয়েছে ১৪ জানুয়ারি। সিবিআই-এর অভিযোগ, ২০০৪-২০০৯ সালে রেলমন্ত্রী থাকাকালীন লালু যাদবের আমলে আইআরসিটিসির রাঁচি ও পুরীর হোটেল টেন্ডারে অনিয়ম হয়। একটি বেসরকারি সংস্থাকে অবৈধ সুবিধা দেওয়ার বদলে লালু যাদবের পরিবারের সঙ্গে যুক্ত সংস্থার নামে জমি হস্তান্তরের অভিযোগ রয়েছে। লালু যাদব সব অভিযোগ অস্বীকার করে মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।