আমুদরিয়া নিউজ : সোশ্যাল মিডিয়ায় কুৎসা ও মানহানিকর মন্তব্যের অভিযোগ তুলে সাইবার ক্রাইম থানায় মামলা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার ঘোষ। জানা গিয়েছে, সম্প্রতি ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক আপত্তিকর পোস্ট ও মন্তব্য করা হচ্ছিল। কিছু ভুয়ো অ্যাকাউন্ট থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন রিঙ্কু মজুমদার।
এই বিষয়েই তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, এসব পোস্টের ফলে মানসিকভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে এবং পরিবারের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির তথ্য খতিয়ে দেখা হচ্ছে।
এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আইনের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। কেউ অন্যায় করলে বা কারও সম্মানহানি হলে আইনি পথে লড়াই করাই একমাত্র উপায়। সাইবার অপরাধ দমনে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেই আশাবাদী পরিবার।