আমুদরিয়া নিউজ : দেশে খুব শীঘ্রই চালু হতে চলেছে ভারতের প্রথম বুলেট ট্রেন। কেন্দ্র ঘোষণা করেছে, আগামী ১৫ অগস্ট ২০২৭-এ স্বাধীনতা দিবসেই হাই-স্পিড রেল পরিষেবার উদ্বোধন হবে। মুম্বই–আমদাবাদ ৫০৮ কিলোমিটার দীর্ঘ করিডরের মধ্যে প্রথমে বুলেট ট্রেন চলবে সুরাত–বিলিমোরা রুটে। ধাপে ধাপে ভাপী, আমদাবাদ ও শেষে পুরো মুম্বই–আমদাবাদ করিডরে পরিষেবা চালু হবে। জাপানের শিনকানসেন প্রযুক্তিতে তৈরি এই ট্রেনের সর্বোচ্চ গতি হবে ৩২০ কিমি প্রতি ঘণ্টা, আর পুরো রুট চালু হলে মুম্বই থেকে আমদাবাদ যেতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা ১৭ মিনিট।