আমুদরিয়া নিউজ : কলকাতায় বিজেপির জন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সল্টলেকের একটি হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সাংসদ, বিধায়ক ও পৌর প্রতিনিধিরা। বিশেষভাবে দিলীপ ঘোষকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়, যিনি কিছুদিন ধরে বিজেপির সঙ্গে এক ধরনের দূরত্ব বজায় রেখেছিলেন। বিজেপির পক্ষ থেকে তাকে আবার নির্বাচনী প্রচার ও দলের কর্মসূচিতে সক্রিয় ভূমিকা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বৈঠকে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সহ দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। অমিত শাহ জানান, ২০২৬ সালের নির্বাচনে পশ্চিমবঙ্গে প্রকৃত পরিবর্তন আনাই বিজেপির মূল লক্ষ্য।