আমুদরিয়া নিউজ : এসআইআর আবহে কলকাতায় এসে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সল্টলেকে বিজেপির কার্যালয়ে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়ন থমকে গেছে এবং রাজ্যে ভয় ও দুর্নীতি চলছে।
অমিত শাহ বলেন, ২০২৬ সালের ১৫ এপ্রিলের পর পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠিত হবে এবং বাংলার সংস্কৃতির পুনর্জন্ম ঘটানো হবে। বিজেপির সাংগঠনিক শক্তির কথা তুলে ধরে তিনি জানান, ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত রাজ্যে বিজেপির ধারাবাহিক উত্থান হয়েছে।
অনুপ্রবেশ ইস্যুতে শাহ বলেন, বিজেপি সরকার গঠিত হলে অনুপ্রবেশ বন্ধ করা হবে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়া হবে।