আমুদরিয়া নিউজ : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, কংগ্রেস বাংলাদেশের অনুপ্রবেশকারীদের নিজেদের ভোটব্যাংক হিসেবে বিবেচনা করে, যারা আসামের মানুষ, তাদের সংস্কৃতি, ভূমি ও পরিচয়কে হুমকির মুখে ফেলেছে। একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, কেন্দ্র শুধু আসাম নয়, ভারতের বাকি অংশ থেকেও প্রতিবেশী দেশ থেকে আসা সব অবৈধ অভিবাসীদের শনাক্ত করবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেবল আসামের মানুষের সাংস্কৃতিক পরিচয় রক্ষা করাই নিশ্চিত করেননি, বরং রাজ্যের সার্বিক উন্নয়নের দিকেও মনোযোগ দিয়েছেন।