আমুদরিয়া নিউজ : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতা সতর্ক করে বলেছেন, সোমালিল্যান্ডে ইসরায়েলের যে কোনো উপস্থিতি একটি “সামরিক লক্ষ্যবস্তু” হিসেবে বিবেচিত হবে। ইসরায়েলের এই বিচ্ছিন্ন অঞ্চলকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপের নিন্দা করতে গিয়ে তিনি এই কথা বলেন। শুক্রবার ইসরায়েল ঘোষণা করেছে যে তারা আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিচ্ছে। ১৯৯১ সালে সোমালিয়া থেকে একতরফাভাবে বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা দেওয়া এই স্ব-ঘোষিত প্রজাতন্ত্রের জন্য এটিই প্রথম স্বীকৃতি। এরপরই অনলাইনে প্রকাশিত একটি বিবৃতিতে গোষ্ঠীটির প্রধান আবদেল-মালিক আল-হুথি বলেছেন, “আমরা সোমালিল্যান্ডে ইসরায়েলের যেকোনো উপস্থিতিকে আমাদের সশস্ত্র বাহিনীর জন্য একটি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করি, কারণ এটি সোমালিয়া ও ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন এবং এই অঞ্চলের নিরাপত্তার জন্য একটি হুমকি।”