আমুদরিয়া নিউজ : বড়দিন উপলক্ষ্যে অনেক রাষ্ট্রপ্রধানই বার্তা দিয়েছেন। তার মধ্যে শিরোনামে এসেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বার্তা। তিনি লিখেছেন, রাশিয়া আমাদের জন্য কত দুর্ভোগ বয়ে আনছে কিন্তু ইউক্রেনের নাগরিকদের মন, পারস্পরিক বিশ্বাস এবং ঐক্য ভাঙতে পারেনি। যিনি এ সব করাচ্ছেন, আমরা সবাই তাঁর ধ্বংস চাই। বড়দিনের প্রাক্কালে ইউক্রেনের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চিয়েছে রাশিয়া। তাতে ৩ জন মারা গিয়েছেন। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।