আমুদরিয়া নিউজ : তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারোতে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় একাধিক ৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের সূত্র অনুযায়ী, পাহাড়ের বারাফু ক্যাম্পের কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে। হেলিকপ্টারটি একটি মেডিক্যাল রেসকিউ মিশনে ছিল এবং অসুস্থ এক ব্যক্তিকে উদ্ধার করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় পাইলট, একজন চিকিৎসক, একজন ট্যুর গাইড এবং দু’জন বিদেশি পর্যটক নিহত হন। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমাঞ্জারোতে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন। তানজানিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।