আমুদরিয়া নিউজ : ইসরায়েলের পশ্চিম অংশে নতুন করে ইহুদি বসতি গড়ার সিদ্ধান্তকে অবৈধ ও আন্তর্জাতিক আইন বিরোধী বলে কড়া ভাষায় নিন্দা করেছে একাধিক ইউরোপীয় দেশ ও কানাডা। ইসরায়েলের এই পদক্ষেপে প্যালেস্টাইনের ভূখণ্ডে উত্তেজনা আরও বাড়তে পারে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও কানাডা সহ কয়েকটি দেশ এক যৌথ বিবৃতিতে জানায়, বসতি সম্প্রসারণ শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে এবং দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে দুর্বল করছে। তারা ইসরায়েলকে এই সিদ্ধান্ত প্রত্যাহার ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। প্যালেস্টাইনের নেতৃত্বও এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ করেছে।