আমুদরিয়া নিউজ : ১৯৬১ সালের পরে আরও একবার দুনিয়াকে চমকে দেওয়ার জন্য কোমর বেঁধে নেমেছে রাশিয়া। সংবাদ সূত্র অনুসারে, রাশিয়া ঘোষণা করেছে, আগামী ১০ বছরের মধ্যে রাশিয়া চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। যে কেন্দ্র থেকে রাশিয়ার চন্দ্র অভিযানের যানে ও রাশিয়া-চিনের যৌথ গবেষণা স্টেশনে বিদ্যুৎ সরবরাহ করবে।
মনে রাখতে হবে, ১৯৬১ সালে সোভিয়েত ইউনিয়ন ইউরি গ্যাগারিনকে প্রথম মহাকাশে পাঠিয়ে ফেরৎ এনে দুনিয়াকে চমকে দেয়।
এবার রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রসকসমস জানিয়েছে, তারা ২০৩৬ সালের মধ্যে চাঁদে একটি বিদ্যুৎকেন্দ্র তৈরি করতে চাইছে। সে জন্য লাভোচকিন অ্যাসোসিয়েশন নামে একটি মহাকাশ সংস্থার সঙ্গে চুক্তিও করেছে তারা। রসকসমস জানিয়েছে, প্রস্তাবিত কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ রাশিয়ার চন্দ্র অভিযানে ব্যবহৃত রোভার, মানমন্দির এবং রাশিয়া-চিনের যৌথ উদ্যোগে তৈরি ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশনে প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা।