আমুদরিয়া নিউজ : দার্জিলিং-এর গ্লেনারিজ রেস্তোরাঁর পানশালা বন্ধের নির্দেশ স্থগিত রেখে ১২ জানুয়ারি পর্যন্ত পানশালা খোলা রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, গত নভেম্বরে একাধিক অনিয়মের অভিযোগে আবগারি দফতর ঐ পানশালা বন্ধ করেছিল। তার বিরুদ্ধে গ্লেনারিজের কর্তৃপক্ষ হাইকোর্টে গেলে সেখানে বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ আবগারি দফতরের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয়। সে রায়ের বিরুদ্ধে আবগারি দফতর ডিভিশন বেঞ্চে যায় যেখানে আবগারি দফতরের এই আবেদন খারিজ হয়। ফলে পানশালা খুলতে আর কোনো বাধা রইল না।