আমুদরিয়া নিউজ : আমেরিকা যুক্তরাষ্ট্রে H-1B ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসার ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করে এখন থেকে দক্ষতা ও বেতনের ভিত্তিতে আবেদনকারীদের নির্বাচন করা হবে। নতুন নিয়মে উচ্চ দক্ষতা সম্পন্ন এবং বেশি বেতনের চাকরির প্রস্তাব পাওয়া আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন। আমেরিকান হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, লটারি ব্যবস্থায় কম দক্ষ ও কম বেতনের আবেদনকারীরাও সুযোগ পেতেন, যা শ্রমবাজারের জন্য ক্ষতিকর ছিল। নতুন নিয়মটি ২৭ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে। এই পরিবর্তন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ H-1B ভিসা প্রাপকদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি।