আমুদরিয়া নিউজ : গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক আইনি লড়াই আরও বিস্তৃত হচ্ছে। দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় এবার যোগ দিয়েছে বেলজিয়াম। নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক বিচারালয় (আইসিজে)-এ বেলজিয়াম একটি আনুষ্ঠানিক ঘোষণা জমা দিয়েছে, তারা এই মামলায় হস্তক্ষেপকারী পক্ষ হিসেবে অংশ নেবে। দক্ষিণ আফ্রিকার অভিযোগ, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ১৯৪৮ সালের রাষ্ট্রসংঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘিত হয়েছে। বেলজিয়াম জানিয়েছে, তারা এই মামলায় মূলত গণহত্যা কনভেনশনের আইনি ব্যাখ্যা, বিশেষ করে “গণহত্যার উদ্দেশ্য” কীভাবে নির্ধারণ করা হয়, সে বিষয়ে আদালতে তাদের অবস্থান তুলে ধরবে। এর ফলে মামলাটি আরও শক্তিশালী ও আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে। এই মামলায় ইতিমধ্যে ব্রাজিল, আয়ারল্যান্ড, স্পেন, মেক্সিকো ও তুরস্কসহ একাধিক দেশ সমর্থন জানিয়েছে।