আমুদরিয়া নিউজ : স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রথমবার পশ্চিমবঙ্গে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২০ ডিসেম্বর নদীয়া জেলার তাহেরপুরে এই জনসভা অনুষ্ঠিত হবে। বিজেপির রাজ্য নেতৃত্বের মতে, এই সভা আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দলীয় সূত্রে জানা গিয়েছে, জনসভায় প্রধানমন্ত্রী কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, অবকাঠামো উন্নয়ন এবং রাজ্যের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখবেন। পাশাপাশি ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়েও তিনি নিজের অবস্থান স্পষ্ট করতে পারেন।
নদীয়া ও আশপাশের এলাকায় বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মধ্যে বিজেপির সংগঠন আরও শক্ত করার লক্ষ্যেই এই সভার আয়োজন।