আমুদরিয়া নিউজ : প্রখ্যাত ভাস্কর রাম ভাঞ্জি সুতার গত রাতে নয়ডায় নিজের বাসভবনে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি দীর্ঘদিন ভুগছিলেন। রাম ভাঞ্জি সুতার বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি ‘স্ট্যাচু অব ইউনিটি’-র নকশাকার হিসেবে বিশেষভাবে পরিচিত। ১৯২৫ সালে বর্তমান মহারাষ্ট্রের ধুলে জেলায় তাঁর জন্ম। মুম্বইয়ের জে জে স্কুল অব আর্ট অ্যান্ড আর্কিটেকচার থেকে তিনি স্বর্ণপদক লাভ করেন। সংসদ ভবন চত্বরে স্থাপিত ধ্যানমগ্ন মহাত্মা গান্ধীর মূর্তি ও ঘোড়ায় আরোহী ছত্রপতি শিবাজির মূর্তি তাঁর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। তিনি ১৯৯৯ সালে পদ্মশ্রী ও ২০১৬ সালে পদ্মভূষণ পান। সম্প্রতি তাঁকে মহারাষ্ট্র ভূষণ পুরস্কারেও সম্মানিত করা হয়।