আমুদরিয়া নিউজ : ইরানে ম্যাচ খেলতে না যাওয়ায় শাস্তির মুখে পড়ল মোহনবাগান সুপার জায়ান্ট। এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC) মোহনবাগানকে আগামী ২০২৭-২৮ মরসুম পর্যন্ত যে কোনো এশিয়ান প্রতিযোগিতা থেকে নির্বাসিত করেছে। গত সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে সেপাহান এসসির বিরুদ্ধে ম্যাচ খেলতে নিরাপত্তা ও চিকিৎসা বিমা সংক্রান্ত আশঙ্কার কারণে মোহনবাগান ইরানে যেতে অস্বীকার করলে ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। AFC জানায়, ক্লাবকে ৫০ হাজার আমেরিকান ডলার জরিমানা ও ক্ষতিপূরণ বাবদ আরও ৫০,৭২৯ ডলার দিতে হবে এবং প্রতিযোগিতার ভর্তুকিও বাতিল করা হয়েছে।